আগরতলা, ১৮ সেপ্টেম্বর: স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে স্ত্রীর। আজ কাঁকড়াবন থানার গঙ্গাছড়া দূর্গা চৌমুনি এলাকায় বাইক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার।
ঘটনার বিবরনে জানা যায়, আজ বাইকে চেপে মির্জা থেকে উদয়পুর দিকে আসছিলেন বিষ্ণুপদ ভৌমিক এবং তার স্ত্রী শর্মিষ্ঠা দত্ত ভৌমিক (৪৩)।কাঁকড়াবন থানার গঙ্গাছড়া দূর্গা চৌমুনি এলাকায় আসামাত্র বাইকের সামনে কুকুর এসে যায়। তখনই বাইক চালক বিষ্ণুপদ ভৌমিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাঁরা দুজনেই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। তাতে গুরতর আহত হয়েছেন স্ত্রী শর্মিষ্ঠা দত্ত ভৌমিক।স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শর্মিষ্ঠা দত্ত ভৌমিককে মৃত বলে ঘোষনা দিয়েছেন।

