আত্মসমর্পণকারী জঙ্গির মৃত্যু : অসম পুলিশের সদর দফতরে বদলি মাইবাঙের ওসি আইজিপি দেবজিৎ মুখার্জিকে তদন্তের নির্দেশ ডিজিপির

হাফলং (অসম), ১৫ সেপ্টেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত মাইবাং থানাধীন খাসমাইপুরে ডিএনএলএ জঙ্গি সংগঠনের ডেজিগনেটেড ক্যাম্পের আত্মসমর্পণকারী এক জঙ্গির পুলিশের গুলিতে মৃত্যুর পরিপ্রেক্ষিতে মাইবাঙের ওসি মাহিদুল জামানকে গুয়াহাটির উলুবাড়িতে অসম পুলিশের সদর দফতরে বদলি করা হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করতে আইজিপি দেবজিৎ মুখার্জিকে নির্দেশ দিয়েছেন ডিজিপি জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং।
প্রসঙ্গত, এর আগে শুক্রবার ভোররাতে সংঘটিত ঘটনা সম্পর্কে প্ৰশাসনিক তদন্তের নির্দেশ দিয়েছেন ডিমা হাসাওয়ের জেলা ম্যাজিস্ট্রেট তথা জেলাশাসক সীমান্ত কুমার দাস। জেলা ম্যাজিস্ট্রেট তদন্তভার দিয়েছেন মাইবাঙের সদর মহকুমাশাসক (এসডিও সিভিল) মেঘঞ্জয় থাওসেনকে।z