ভিলওয়ারা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): রাজস্থানের ভিলওয়ারা জেলায় ‘পরিবর্তন যাত্রা’-য় নিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে রোড শো করেন তিনি। এই অনুষ্ঠান থেকে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, সনাতন ধর্মকে শেষ করতে চায় কংগ্রেস, তাঁরা সংবিধানকে চূর্ণবিচূর্ণ করতে চায়।
পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “কংগ্রেস সনাতন ধর্মকে নিয়ে লজ্জিত, তাঁরা সনাতন ধর্মকে শেষ করতে চায়, তাঁরা হিন্দুদের অপমান করতে চায় এবং তাঁরা সংবিধানকে চূর্ণবিচূর্ণ করতে চায়। প্রতিদিন কংগ্রেস এবং তাঁদের সমর্থিত দলগুলির নেতারা বলছেন, তাঁরা সনাতন ধর্মকে শেষ করে দেবেন… তাঁরা এখন সাংবাদিকদের বয়কট করা শুরু করেছেন এবং অভিযোগ দায়ের করা শুরু করেছেন। চেন্নাই হোক অথবা বাংলা, তাঁরা অভিযোগ দায়ের করছে।”\

