পানিপথ, ১৩ মে (হি.স.): টাইমার ব্যাটারি ফেটে বড়সড় বিস্ফোরণ হল লোকাল ট্রেনে| বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথ রেল স্টেশনে| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে ওই মেমু ট্রেনটি পানিপথে পৌঁছয়| শুক্রবার সকালে ট্রেনটি ফের দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল| কিন্তু, তার আগে রাতেই ট্রেনটিতে বিস্ফোরণ ঘটে| আগুন লেগে যায় ট্রেনের ইঞ্জিন ও কয়েকটি কোচে| আগুনে পুড়ে নষ্ট হয় ট্রেনের ছাদ ও বসার জায়গা| সেই সময় ট্রেন খালি থাকায় হতাহতের খবর নেই|
তদন্তকারী আধিকারিকদের অনুমান, ওই টাইমারটি বসানো হয়েছিল দিল্লিতেই| কিন্তু, সময় ঠিক মতো সেট করা ছিল না| তাই যে সময় টাইমার ব্যাটারিটি ফাটার কথা ছিল তখন সেটি ফাটেনি| যে কারণে রক্ষা পেয়েছেন বহু যাত্রী| তদন্তকারী আধিকারিকদের মতে, এটি সন্ত্রাসবাদী হামলা না হলেও বড় কোনও যোগসাজোস ছিল| এর আগে জানুয়ারি মাসে এধরনের একটি হামলা হয়েছিল| যাতে জঙ্গি সংগঠন সিমি-র হাত থাকার আশঙ্কা করা হয়েছিল|
2016-05-13

