পাঁচ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত এক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: নেশার বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে ত্রিপুরা পুলিশ। তারপরও রাজ্যে নেশাসামগ্রী পাচার ও বিক্রয়  পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে পশ্চিম জেলার পুলিশ সুপার ডা. কিরণ কুমার ও নিশ্চিন্তপুর বিএসএফ ৪২ নং বিওপি যৌথভাবে এক বাড়িতে অভিযান চালিয়েছে। অভিযানে ৯০০ ইয়াবা ট্যাবলেট, ৬২ গ্রাম হেরোইন এবং খালি কৌটা সহ নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ।সাথে বাড়ির মালিককে আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানাশ খবর আসে মধ্য চারিপাড়া এলাকার বাসিন্দা মিলন মিয়ার বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার ও নিশ্চিন্তপুর বিএসএফ ৪২ নং বিওপি যৌথ অভিযান চালিয়েছে। বাড়িতে তল্লাশি চালিয়ে ৬২ গ্রাম হেরোইন, ৯০০ ইয়াবা ট্যাবলেট, ৫০০০ খালি কৌটা সহ ৫ হাজার নগদ টাকা বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার কিরণ কুমার।

ওই দিনের অভিযানে ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার, আমতলী থানার এসডিপিও আশীষ দাশগুপ্ত, ওসি রঞ্জিত দেবনাথ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *