আগরতলা, ৬ সেপ্টেম্বর।। ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিও থেরাপি দিবস। অন্যান্য বছরের ন্যায় এই বছরও বিশ্ব ফিজিও থেরাপি দিবস উপলক্ষ্যে ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট রাজ্য শাখার উদ্যোগে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আগামী ৮ সেপ্টেম্বর আগরতলায় এডিনগরস্থিত পুলিশ লাইনে বিনামূল্যে ফিজিওথেরাপি ও স্বাস্থ্য পরিষেবা শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে পরিষেবা গ্রহণ করার জন্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট রাজ্য সরকার- এর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এছাড়াও ৭ সেপ্টেম্বর বড়জলা আপনাঘর বৃদ্ধাশ্রমে বিনামূল্যে ফিজিওথেরাপি স্বাস্থ্য শিবির করা হবে। ৮ সেপ্টেম্বর সকাল ৭ টায় রাজধানীর রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে ফিজিও থেরাপি জনসচেতনতা মূলক পদযাত্রা করা হবে। পরবর্তী সময় অরুন্ধতিনগর পুলিশ লাইনে বিনামূল্যে ফিজিও থেরাপি স্বাস্থ্য শিবির করা হবে। বুধবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান দ্যা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট এসোসিয়েশন আগরতলা শাখার সভাপতি ডাক্তার বীরবর দেবনাথ।