কমলপুর কলেজ মাঠে রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার প্রস্তুতি জোরকদমে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।।রাজ্য স্কুল স্পোর্টস বোর্ড পরিচালিত রাজ্য ভিত্তিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা – ২০২৩, অ্যাথলেটিক্সের আসর কমলপুর কলেজ মাঠে অনুষ্ঠিত হবে, ৯ থেকে ১১ সেপ্টেম্বর। অনুর্ধ ১৪, অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ বছর বালক- বালিকাদের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা হবে। ৯ সেপ্টেম্বর বিকেলে এই আসরের উদ্বোধন হবে। তার পরেই প্রতিযোগিতা শুরু হবে। অংশগ্রহণকারী খেলোয়াড় এবং অফিসিয়ালরা যথারীতি প্রতিযোগিতা শুরুর আগেই কমলপুর কলেজ মাঠে রিপোর্ট করবে। মোট ৬৯টি ইভেন্টে প্রতিযোগিতা হবে উভয় বিভাগে। এ উপলক্ষে এখন প্রস্তুতি জোর কদমে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব নিখুঁতভাবে সম্পন্ন করে নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *