বাঁকুড়া, ৩ সেপ্টেম্বর (হি. স.) ধর্মীয় কর্মকান্ডের সাথে সাথে সামাজিক কাজে মনোনিবেশ করে দৃষ্টান্ত স্হাপন করলো শাখাঁরীপাড়া হরিনাথ সংকীর্তন কমিটি। মূমুর্ষু রোগী, থ্যলাসেমিয়া আক্রান্ত শিশু দের কথা মাথায় রেখে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে হরিনাম সংকীর্তন কমিটি।
আজ শাখাঁরীপাড়া বারমাস্যা দুর্গামেলা প্রাঙ্গণে আয়োজিত রক্তদান শিবিরে ৫২জন রক্ত দান করেন।রক্তদানে উৎসাহিত হয়ে রক্তদানে এগিয়ে আসেন মহিলারাও।এলাকার ১৫জন মহিলা এদিন রক্তদান করেন। রক্তদান শিবির পরিচালনায় সহযোগী ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা বলেন এখন মহিলারাও রক্তদানে আগ্ৰহ প্রকাশ করছেন দেখে খুব ভালো লাগছে। এজন্য তিনি মহিলাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুদেব সিনহা গান গেয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন।