নবী মুম্বইয়ে ১৯ লক্ষ ৫ হাজার কোটি টাকার মাদক উদ্ধার, ধৃত ৭ নাইজেরিয়ান

মুম্বই, ৩ সেপ্টেম্বর (হি.স) : নবী মুম্বইয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১৯ লক্ষ ৫ হাজার কোটি টাকার মাদক উদ্ধার করেছে। অভিযান চালিয়ে নাইজেরিয়ার সাত নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

নবী মুম্বইয়ের পুলিশ কমিশনার মিলিন্দ ভারম্বে রবিবার সাংবাদিকদের জানান, পুলিশের বাহিনী নবী মুম্বইয়ের বিভিন্ন স্থানে মাদক বিক্রি সংক্রান্ত তথ্য পায়। তারপরই খারঘরের আবাসিক এলাকায় অভিযান চালায় পুলিশ।

অভিযান চালিয়ে পুলিশ কোকেন, এমডিএমএ এবং ট্রামাডল হাইড্রোক্লোরাইডের মতো মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে। অভিযান চালিয়ে পুলিশ সাত নাইজেরিয়ানকে গ্রেফতার করেছে। তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।