আগরতলা, ৩০ আগস্ট: অবৈধ অনুপ্রবেশের দায়ে ছয়জন বাংলাদেশী যুবককে আটক করে সাব্রুম থানার পুলিশ।পুলিশী জেরায় তারা স্বীকার করেছে বাংলাদেশী নাগরিক বলে।
জানা যায়, বুধবার সাব্রুম থানার পুলিশের কাছে গোপন খবর আসে বাংলাদেশী বেশ কয়েকজন নাগরিক সীমান্ত অতিক্রম করে তারা সাব্রুমের ছোটখিল চা বাগান এলাকায় অবস্থান করছেন।এই খবর পেয়ে তৎক্ষণাৎ সাব্রুম থানার এস আই ধ্রুব মজুমদার অন্যান্য পুলিশ কর্মীরা সাদা পোশাকে ওই এলাকায় তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছয় বাংলাদেশি যুবক চা বাগানে দৌড়াতে থাকে পুলিশ দীর্ঘক্ষণ তাদের পেছনে ধাওয়া করে ছয় বাংলাদেশি যুবককে গ্রেফতার করে নিয়ে আসে থানায় ।
পুলিশ জানিয়েছে, ওই ৬ জন বাংলাদেশের যুবকের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে।বর্তমানে ওই ৬ বাংলাদেশের যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তারা কি উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের প্রবেশ করেছে।
সাব্রুম থানার পুলিশ কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশীদের আটক করে যাচ্ছে এখন সবচাইতে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে , সাব্রুম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত ১০৯ নং ও ৯৬ নং বিএসএফ ব্যাটেলিয়ান সীমান্তে তাদের সঠিক কর্তব্য পালন করছে কিনা। যদি সঠিক কর্তব্য পালন করে থাকে তাহলে প্রতিনিয়ত কি করে এত পরিমাণ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে পারে।