আগরতলা , ৩০ আগস্ট :নেশা সামগ্রী বিক্রয় করতে গিয়ে জনতার হাতে আটক লিটন দাস ও বিজয় দাস নামে দুই যুবক।পরবর্তী সময়ে বিলোনিয়া মহকুমার সারা সীমা মাস্টার পাড়া এলাকার স্থানীয় মানুষ তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
জানা যায় ,আজ বিলোনিয়া মহকুমার সারা সীমা মাস্টার পাড়া এলাকায় লিটন দাস ও বিজয় দাস নামে দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীর মনে সন্দেহ জাগে।তখন এলাকাবাসীর তাদেরকে আটক করে তল্লাশি চালিয়েছে।তাঁদের কাছ থেকে বেশ কিছু নেশা সামগ্রী উদ্ধার করেন।তাদেরকে জিজ্ঞাসাবাদ চালালে তারা জানিয়েছে শান্তিরবাজার জেলা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকার এক যুবকের কাছ থেকে নেশার জাতীয় সামগ্রী ক্রয় করেছিল।