ক্রীড়া দিবস উপলক্ষে প্রদর্শনী ভলিবল ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট।।হলো প্রদর্শনী ভলিবল ম্যাচে। হকির জাদুকর ধ্যানচাঁদের জন্ম দিবস উদযাপন উপলক্ষ্যে। রাজ্য ভলিবল সংস্থার উদ্যোগে। সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামের সামনে ভলিবল মাঠে হয় প্রদর্শণী ম্যাচটি। তাতে উমাকান্ত কোচিং সেন্টার ‘‌এ’ এবং ‘‌বি’ দল মুখোমুখি হয়। তাতে টিম ‘‌এ’ ৩-‌২ সেটে (‌‌২৫-‌১৮,২০-‌২৫, ২১-‌২৫, ২৫-‌১৫ এবং ১৫-‌১০‌‌‌)‌ পরাজিত করে টিম ‘‌বি’ কে। খেলা পরিচালনা করেন সুভাষ ঋষি দাস। প্রদর্শনী ম্যাচকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।‌