যাদবপুরের উপাচার্য প্রসঙ্গে তোপ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৮ আগস্ট (হি. স.) : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার ছাত্র পরিষদের জন্মদিবস উপলক্ষে প্রকাশ্য সমাবেশে মুখ্যমন্ত্রী তাঁর অভিযোগ করেন। বলেন, বিজেপির লোককে উপাচার্য করা হয়েছে। রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসকে তিনি হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘এটা মগের মুলুক নাকি? বিজেপি সেলের প্রেসিডেন্টকে উপাচার্য করে দিল। আপনি মনোনীত, আমরা কিন্তু নির্বাচিত।’’

প্রসঙ্গত, ছাত্রের মৃত্যুতে বিতর্কের আবহেই গত ১৯ আগস্ট নতুন উপাচার্য পায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঠিক হয় গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলাবেন। যাদবপুরের আচার্য তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস গণিত বিভাগের ওই অধ্যাপককে উপাচার্যের দায়িত্ব সামলাতে নির্দেশ দেন।