গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে

কলকাতা, ২৬ আগস্ট (হি স)। শনিবার ফের শহরে এসএসসি-র গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ হয়। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভে সামিল হয় চাকরি প্রার্থীরা।

এ দিন মূলত কালীঘাটের উদ্দেশে রওনা দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। মেট্রো স্টেশনে নামতেই তাদের আটকে দেয় পুলিশ। এর পরেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়।

বিক্ষোভকারীদের হাতে ছিল পোস্টার। নানা ধ্বনি দিতে থাকেন তাঁরা। পুলিশকে এড়ানোর চেষ্টায় অনেকে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানাতে থাকেন। টেনে-হিঁচড়ে তাঁদের অনেককে প্রিজন ভ্যানে তুলে দেয় পুলিশ।