ভোপাল, ২৬ আগস্ট (হি.স.): বিগত ৬০ বছরে যা হয়নি, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র ৮ বছরেই করে দেখিয়েছেন। বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, “এই মহাকাশ সেক্টর আগে প্রতিষ্ঠিত হলে ভারত গুগলের দিকে তাকাত না। গুগলের মতো কোম্পানি ভারতে প্রতিষ্ঠিত হতো।” শনিবার সকালে মধ্যপ্রদেশের ভোপালে “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ শীর্ষক একটি বই প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই বইটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্য বক্তৃতার সংগ্রহের ওপর তৈরি হয়েছে।
এই বইপ্রকাশ অনুষ্ঠানেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “এই মহাকাশ সেক্টর আগে প্রতিষ্ঠিত হলে ভারত গুগলের দিকে তাকাত না। গুগলের মতো কোম্পানি ভারতে প্রতিষ্ঠিত হতো।” মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলেছেন, “২০১৪ সালের আগে আমি যখনই দেশের বাইরে কোথাও যেতাম, ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গি খুবই নিরুৎসাহিত ছিল। আমরা কখনও বিশ্বে সম্মান পেতাম না। কিন্তু এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।”