চন্দ্রযান-৩ মিশনের সফলতায় ইসরো প্রধানকে অভিনন্দন সোনিয়ার, বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেন সিদ্দারমাইয়া

বেঙ্গালুরু ও নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): চন্দ্রযান-৩ মিশনের সফলতায় উল্লাসিত গোটা দেশ। এই সফলতার শ্রেয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র বিজ্ঞানীদের। আর তাই ইসরো-র সমস্ত বিজ্ঞানী ও ইসরোর প্রধান এস সোমনাথকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। চিঠি লিখে ইসরোকে অভিনন্দন জানিয়েছেন সোনিয়া গান্ধী।

এদিকে, ইসরোর সমস্ত বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়াও। চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের জন্য ইসরোর প্রধান এস সোমনাথ ও সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন সিদ্দারমাইয়া।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে ল্যান্ড করেছেন চন্দ্রযান-৩ মিশনের বিক্রম ল্যান্ডার। এরপর বৃহস্পতিবার সকালে ইসরো জানিয়েছে, ল্যান্ডার থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান।