৯ দফা দাবি আদায়ের লক্ষে রাজপথে মিছিল বাম নারী সংগঠন

আগরতলা , ২২ আগস্ট : নারীদের স্বার্থ সংশ্লিষ্ট ৯ দফা দাবি আদায়ের লক্ষে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক সু বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে । এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সংগঠনের সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়াল জানিয়েছেন,সারা দেশে ঝুমলা বাজ সরকার চলছে। বর্তমান সরকারের আমলে মানুষের রোজগার কমেছে। রেগা কাজ নেই, রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য বেড়েছে এবং মহিলারা সুরক্ষিত নয়। আরএসএস স্বাধীনতা সংগ্রামের আগে যেমন স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল তেমনি বর্তমানে তাদের নেতৃত্বাধীন সরকার ষড়যন্ত্রে উঠে পড়ে লেগেছে বলে দাবী করেন তিনি।