আগরতলা, ১৯ আগস্ট: সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের ১১৫তম জন্ম শত বার্ষিকীlএই উপলক্ষ্যে এদিন সকালে রাজধানীর বীর বিক্রম চৌমুহনিতে(জিরো পয়েন্ট) মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।পাশাপাশি এদিন দলের অন্যান্য পদাধিকারীগণ মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেছেন।
মুখ্যমন্ত্রী বলেন,আধুনিক ত্রিপুরার রূপকার হচ্ছেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর।শ্রেষ্ঠ ত্রিপুরা,উন্নত ত্রিপুরা নির্মাণে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রদর্শিত দিশাই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।