জমজমাট মনসা পূজার বাজার, শুক্রবার ঘরে ঘরে পূজিত হবেন মা মনসা

আগরতলা, ১৭ আগস্ট : শুক্রবার ঘরে ঘরে পূজিত হবেন মা মনসা। একমাস ব্যাপী গৃহস্থের বাড়িতে বাড়িতে পদ্মপুরাণ পড়ে মনসা মায়ের আরাধনা করা হয়। শ্রাবণ মাসের সংক্রান্তিতে প্রতি বছর অনুষ্ঠিত হয় মনসা পূজা। প্রতি বছরের ন্যায় এবারও মনসা পূজাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন বাজারে লক্ষ্য করা যায় ভিড়। বিশেষ করে রাজধানী আগরতলার বাজারগুলিতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। প্রতি বছরের মতো এবারও সকাল থেকে বাজারগুলিতে শুরু হয় পূজার বেচাকিনি।

অন্যদিকে সুসজ্জিতভাবে প্রচুর মনসা মূর্তি ছিল বাজারগুলিতে। এক ক্রেতা জানান প্রতিবছরই মনসা মায়ের আরাধনা করে থাকেন। এবছরও তার ব্যতিক্রম নয়। তবে অন্যান্য বছরের তুলানায় এবছর প্রতিমার দাম অনেক বেশি। পাশাপাশি অন্যান্য আনুসাঙ্গিক পূজার জিনিসের দামও বাজারে অত্যাধিক। এদিকে এক মূর্তি বিক্রেতা জানান, প্রতিমা তৈরির জিনিসের মুল্য বৃদ্ধি পেয়েছে। সেই কারনে প্রতিমার দামও যথারীতি কিছুটা বেড়েছে।

তবে যাই হোক, এদিন রাজধানী আগরতলায় মনসাপুজাকে কেন্দ্র করে জাকজমক বাজার লক্ষ্য করা গেছে।