ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। প্রতিযোগিতা থেকে রাজ্য আসরের জন্য পশ্চিম জেলা দল গঠন করা হয়েছে। অনূর্ধ্ব১৪ বালক বিভাগে প্রীতম দেবনাথ, জোসেফ দেববর্মা, সৌমেন পাল, আব্দুল খান, বালিকা বিভাগে জয়শ্রী সাহা, নুরজাহান বেগম, মহিমা সাহা, দেবযানি দত্ত, রিমসা মিত্র, কাঞ্চলিকা সূত্রধর, অনামিকা রায়। অনূর্ধ্ব ১৯ বালক বিভাগে আকাশ বর্মন , রত্নদ্বীপ ভৌমিক, রাহুল সাহা, সৌরভ হোসেন, প্রীতম দে, বিপ্রজিত দাস, যতন সূত্রধর, সৈকত ঘোষ, তনয় ভৌমিক, বালিকা বিভাগে অনামিকা দেবনাথ, প্রত্যাশা সরকার, নমিতা শীল, সুপ্রিয়া নমঃ বাছাইকৃত হয়েছে। আজ সকাল দশটায় পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের আয়োজনে এ.ডি নগর স্কুল গ্রাউন্ডে তিনটি আইডেন্টিফাইড গেমসের আয়োজনের অঙ্গস্বরূপ অ্যাথলেটিক্স ইভেন্টের অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯ বালক বালিকা উভয় বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগম দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কর্পোরেটর অলক রায়, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ, উপ অধিকর্তা প্রবাল কান্তি দেব, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায় ও নিখিল সাহা প্রমূখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে পৌরহিত্য করেছেন এডি নগর স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতি সীমা সরকার। অনুষ্ঠানে উপস্থিত সকলকে সহ -অধিকর্তা দিবাকর দেবনাথ ধন্যবাদ জানিয়েছেন।
2023-08-17