নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির বাওয়ানা এলাকায় অবস্থিত একটি রাসায়নিক ফ্যাক্টরিতে। বুধবার রাতে ওই ফ্যাক্টরিতে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৩০টি ইঞ্জিন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এদিকে, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ৬ জন দমকল কর্মী।
পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার রাতে দিল্লির বাওয়ানা এলাকায় অবস্থিত একটি রাসায়নিক ফ্যাক্টরিতে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৩০টি ইঞ্জিন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এদিকে, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ৬ জন দমকল কর্মী। এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমান ক্ষয়ক্ষতিও হয়েছে। দমকল কর্মীরা আগুন নেভানোর জন্য অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।