হাইলাকান্দি (অসম) ১৪ আগস্ট (হি.স.) : হাইলাকান্দি জেলায়ও হরঘর তিরঙ্গা কার্যসূচিতে রবিবার থেকে জেলা জুড়ে সরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক কেন্দ্রসমূহ, জনসাধারণের বাসস্থান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন করে রাখা হয়েছে। সরকারি কার্যালয়ের আধিকারিক ও কর্মচারী সহ জনসাধারণ জাতীয় পতাকা হাতে নিয়ে সেলফি তুলে ওয়েবসাইট harghartiranga.com এ আপলোড করা হচ্ছে। সোমবার গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আলগাপুর এবং লালায় জাতীয় সড়কে জাতীয় পতাকা নিয়ে স্কুটি রেলি বের করা হয়। এদিকে জেলার রেশন দোকানে জাতীয় পতাকা বিক্রি করা হচ্ছে সরকারি উদ্যোগে। এছাড়া হাইলাকান্দি পৌরসভার সম্মুখে নগর জীবিকা মিশন এর উদ্যোগে এবং গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে জেলার আত্ম সহায়ক গোষ্ঠী গুলির ব্যবস্থাপনায়ও জাতীয় পতাকা বিক্রি চলছে জেলা জুড়ে।
2023-08-14

