কলকাতা, ১৩ আগস্ট (হি. স.) : এবার ইউজিসি হস্তক্ষেপ করল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় । সোমবারের মধ্যে প্রাথমিক রিপোর্ট তলব করা হয়েছে। চলতি সপ্তাহেই রাজ্যে আসছে ইউজিসির অ্যান্টি র্যা্গিং দল।
সূত্রের খবর, আগামীকাল বৈঠকে বসছে যাদবপুরের তদন্ত কমিটি। তারপর ইউজিসিকে সেই রিপোর্ট দেওয়া হবে বলে খবর। ইতিমধ্যেই এই মৃত্যুর ঘটনায় ইউজিসির কাছে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতেই ইউজিসির একটি বিশেষ দল রাজ্যে আসছে। এছাড়াও সোমবার ইউজিসি একটি প্রাথমিক রিপোর্ট তলব করেছে বিশ্ববিদ্যালয়ের কাছে। সেই রিপোর্ট জমা দেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি বৈঠকে বসছে। পাশাপাশি, বৈঠকে বসতে চলেছে অ্যান্টি র্যাদগিং স্কোয়াডও। উল্লেখ্য, গত বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের পড়ুয়ার। ‘সিনিয়রদের’ র্যা গিংয়ের বলি হতে হয়েছে তাঁকে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।