শিমলা, ১০ আগস্ট (হি. স.) : ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের মাটি। ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। ন্যাশন্যাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা গিয়েছে, বুধবার রাত ১১.২০ নাগাদ কেঁপে ওঠে হিমাচল প্রদেশের লাহোল এবং স্পিতি এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। তবে এই ভূমিকম্পের জেরে কোনও হতাহতের খবর মেলেনি। কোথাও কোনও ক্ষতি হয়েছে কি না সেব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এদিকে রাতের অন্ধকারে আচমকা কেঁপে ওঠায় এলাকায় শোরগোল পড়ে যায়। আতঙ্ক ছড়াতে থাকে ক্রমশ।
2023-08-10