আগরতলা,১০ আগস্ট: বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যাঙ্ক কর্মীর।আজ সকালে বড়জলা মহান ক্লাব এলাকার স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে আহত ব্যাঙ্ক কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে,আজ সকালে, এসবিআই ব্যাঙ্কের ঊষাবাজার শাখায় কর্মরত আশিষ কুমার ঘোষ বাইকে চেপে কের চৌমুহনিস্থিত বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। সেই সময় বড়জলা মহান ক্লাব এলাকায় জনৈক পুলিশ কর্মী বাইক নিয়ে আশিস কুমার ঘোষকে সজোরে ধাক্কা দেয়। তাতে তারা দুজনই রাস্তায় ছিটকে পড়ে পড়েন। তাতে গুরতর আহত হয়েছিলেন আশিস কুমার ঘোষ।