আগরতলা,৯ আগস্ট: দুষ্কৃতীকারীর বন্দুকের গুলিতে গুরুতর আহত এক যুবক। আহত যুবকের নাম নিরেন ত্রিপুরা, বয়স ২৪। ঘটনা মনু বনকর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রাতে বাড়ির ফেরার পর বাড়ির গেটের সামনে আসতেই এক যুবককে দেখতে পান বাড়ির মালিক। সঙ্গে সঙ্গে চোর সন্দেহ করে চিৎকার করতেই ওই দুষ্কৃতীকারী যুবক নিরেন ত্রিপুরাকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়ে। গুলিটি চোখে লাগে নিরেন ত্রিপুরার এবং রক্তাক্ত হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাকে রেফার করা হয় জিবিপি হাসপাতালে। বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন নিরেন ত্রিপুরা। তবে রাতের অন্ধকারে দুষ্কৃতীকারী ওই যুবককে চিনতে সক্ষম হয়নি নিরেন ত্রিপুরা।
2023-08-09