কৈলাসহরে অমৃত মহোৎসবে দাবা প্রতিযোগিতায় সেরা কিংকর রায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট।।চ্যাম্পিয়ন হলেন কিংকর রায়। ভোকলস পয়েন্টে ব্রজমোহন সিনহাকে পেছনে ফেলে। স্বাধীনতা দিবসের অমৃত মহোৎসব উপলক্ষে দাবা প্রতিযোগিতায়। ঊনকোটি জেলা দাবা অ্যাসোসিয়েশন ও ঊনকোটি জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে হয়েছে আসর। সহযোগিতায়  রাজ্য দাবা অ্যাসোসিয়েশন। জেলা স্পোর্টস অফিস প্রাঙ্গনে বুধবার একদিবসীয় ঊনকোটি জেলা ভিত্তিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনভর এই দাবা প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা দাবা এসোসিয়েশনের সভাপতি অমৃত ভট্টাচার্য, রাজ্য কমিটির নেতৃত্ব দীপক সাহা, জেলার দাবাড়ু বিভাস দাশ, পিযুস দাস, নবারুন শীল সহ আরও অনেকে। ঊনকোটি জেলা ভিত্তিক এই দাবা প্রতিযোগিতায় ১১৩ জন দাবাড়ু অংশগ্রহণ করে। জেলা ভিত্তিক এই দাবা প্রতিযোগীতাকে কেন্দ্র করে দাবাড়ুদের মধ্যে এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায়। আসরে ৬ রাউন্ড শেষে পুরো ৬ পয়েন্ট পেয়ে প্রথম দুটি স্থান দখল করেন যথাক্রমে কিংকর রায় এবং ব্রজ মোহন সিনহা। ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় থেকে দশম স্থান দখল করেন যথাক্রমে পিযুষ কান্তি বিশ্বাস, পৃথ্বিরাজ সাহা, দিবাকর সেন, বিজন বিকাশ দেব, দীপক সাহা, হামকুমার সিনহা, বিভাষ দাস এবং জাহির আলি। প্রতিযোগীতা শেষে ঊনকোটি জেলা দাবা অ্যাসোসিয়েশনের সভাপতি অমৃত ভট্টাচার্য বলেন , মহকুমার  অনাবিল গোস্বামী এবং কিংকর রায় এই দুইজন দাবাড়ু ঊনকোটি জেলা সহ গোটা ত্রিপুরা রাজ্যে এক পরিচিত নাম। যা কৈলাসহরের গর্বের ব্যাপার। ‌