চালসা, ৭ আগস্ট (হি.স.) : জলপাইগুড়ির মেটেলি ব্লকের বাতাবাড়ি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত দুই স্কুল পড়ুয়া। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুরেশ রবিদাস। বাড়ি বাতাবাড়ি এলাকায়। আহত দুই পড়ুয়ার নাম রোজিনা বেগম ও করিনা পারভীন। তারা পূর্ব বাতাবাড়ি সিএম উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণিতে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন একটি যাত্রীবাহী বাস চালসা থেকে বাতাবাড়ির দিকে আসছিল। বাতাবাড়ি তরুণ সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় বাসটি রাস্তার পাশে থাকা এক ব্যক্তি সহ দুই স্কুল পড়ুয়াকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় পড়ুয়া সহ ওই ব্যক্তি ছিটকে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা সকলকেই উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুই পড়ুয়াকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আটক করে নিয়ে যায়। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।