ডিমা হাসাওয়ে উদ্ধারকৃত ৫,৭০০ কেজি বার্মিজ সুপারি ধ্বংস করেছে জেলা পুলিশ

হাফলং (অসম), ৪ আগস্ট (হি.স.) : ডিমা হাসাও জেলায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে উদ্ধারকৃত বিপুল পরিমাণের বার্মিজ সুপারি জ্বালিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ডিমা হাসাও জেলা পুলিশ।

আজ শুক্রবার হারাঙ্গাজাওয়ে ম্যাজিস্ট্রেট বনদ্বীপ রাভা, ডিএসপি বরকারি তেরন ও হাফলং সদর থানার ওসি রঞ্জিত কুমার শইকিয়ার উপস্থিতিতে এই বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

মিজোরাম থেকে বরাক উপত্যকা হয়ে শিলচর-হাফলং জাতীয় সড়ক পথে বিভিন্ন সময় অবৈধ বার্মিজ সুপারি বহিঃরাজ্যে পাচার করার সময় ডিমা হাসাও জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বার্মিজ সুপারি উদ্ধার করে। বার্মিজ সুপারির সিন্ডিকেট চক্র শিলচর-হাফলং-লামডিং জাতীয় সড়কটি বার্মিজ সুপারি বহিঃরাজ্যে পাচার করার জন্য করিডর হিসেবে ব্যবহার করে আসছে। কিন্তু ডিমা হাসাও পুলিশের তৎপরতায় বিভিন্ন সময়ে এ সব বার্মিজ সুপারি অভিযান চালিয়ে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আজ শুক্রবার এ সব অবৈধ বার্মিজ সুপারি আগুন দিয়ে জ্বালিয়ে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দিয়েছে পুলিশ।

এ সম্পর্কে ম্যাজিস্ট্রেট বনদ্বীপ রাভা সাংবাদিকদের বলেন, ডিমা হাসাও জেলায় বিভিন্ন সময় অভিযান চালিয়ে উদ্ধারকৃত ৫,৭০০ কেজি বার্মিজ সুপারি আজ জ্বালিয়ে দেওয়া হয়েছে। এগুলির বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। বনদ্বীপ রাভা বলেন, ফুড সেফটি অফিসার এই সুপারিগুলি পরীক্ষা করে খাওয়ার অযোগ্য বলে ঘোষণা করার পর ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আজ এই বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি ধ্বংস করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *