বহুবর্চিত এক কুইন্টাল সোনা চোরাচালান মামলার তদন্ত সিবিআইয়ের হাতে হস্তান্তর

কাঠমাণ্ডু, ৪ আগস্ট (হি.স.): নেপালের বহু আলোচিত এক কুইন্টাল সোনা চোরাচালান মামলার তদন্ত এখন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (সিআইবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

নেপালের প্রধানমন্ত্রী পু্ষ্প কোমল দাহাল এই বহু আলোচিত বিষয়টির তদন্ত সিবিআইয়ের হাতে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। সোনা চোরাচালান মামালায় নিজের দলের নেতাদের নাম প্রকাশ্যে আসায় তিনি এই মামলাটির তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রচন্ড স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণকাজি শ্রেষ্ঠা, প্রতিরক্ষা মন্ত্রী পূর্ণ বাহাদুর খড়কা, স্বরাষ্ট্র সচিব দিনেশ ভট্টরাই, নেপাল পুলিশের প্রধান বসন্ত কুনওয়ার, সিআইবি প্রধান কিরণ বজরাচার্য এবং অ্যাটর্নি জেনারেল দিনমনি পোখারেলকে বৈঠকের জন্য তলব করেন এবং অবিলম্বে সিআইবি-কে তদন্ত হস্তান্তর করার নির্দেশ দেন। উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণকাজী শ্রেষ্ঠা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে আজই সোনা চোরাচালানের তদন্ত সিআইবি-র কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বৈঠকের পর উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণকাজী শ্রেষ্ঠা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে আজই সোনা চোরাচালানের তদন্ত সিআইবি-র কাছে হস্তান্তর করা হয়েছে। এই চোরাচালানে মাওবাদী দলের অনেক বড় নেতার জড়িত থাকার প্রমাণের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রেষ্ঠ বলেন, স্বর্ণ চোরাচালানের সঙ্গে যত বড় নেতাই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সোনা চোরাচালানের ঘটনা শুধু রাজস্ব বিভাগের সাথে জড়িত নয়, এটি একটি বড় সংগঠিত অপরাধ, যার সঙ্গে চিন থেকে হংকং এবং নেপাল থেকে ভারত হয়ে দুবাই পর্যন্ত সংযোগ রয়েছে ।