জনপুর,৩ আগস্ট (হি.স.) : উত্তরপ্রদেশের ৪ কেজি ৭২৫ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে, রাজ্যের জনপুরের মাদিয়াহুন কোতোয়ালি থানা এলাকার অধীনে।
পুলিশ বৃহস্পতিবার চার কেজি ৭২৫ গ্রাম গাঁজাসহ এক আসামিকে গ্রেফতার করেছে। পুলিশ সুপার ডা. অজয় পাল শর্মার নির্দেশের ভিত্তিতে ইনচার্জ ইন্সপেক্টর সুধীর কুমার আর্যের নেতৃত্বে একটি গোপন অভিযান চালানো হয়। তারপরেই আজ, বৃহস্পতিবার মাদিয়াহুন, জৌনপুরের রাজমালপুর মেহেদিগঞ্জ মোড়ের কাছ থেকে অভিযুক্ত নাসিম আহমেদকে গ্রেফতার কার হয়। ধৃতের কাছ থেকে ৪ কিলো ৭২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।