যৌন হেনস্থার অভিযোগ এক বিবাহিত ব্যক্তির বিরুদ্ধে, গনধলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকার মহিলারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গণধোলাই খেল এক ব্যক্তি।  উদয়পুরের মাতাবাড়ি পালপাড়ায় ঘটে এই ঘটনাটি।  ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।  অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন ওই এলাকার মহিলারা। অভিযুক্তের নাম মিঠু ভৌমিক। ওই ব্যক্তি বিবাহিত বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়,  কয়েক বছর আগে মাতাবাড়ি পাল পাড়া এলাকায় মিঠু ভৌমিক মাতাবাড়ি পাল পাড়ায় বাড়ি তৈরি করে। তারপর থেকেই এলাকার মেয়ে ও মহিলাদেরকে নানাভাবে উতক্ত করতো বলে অভিযোগ এলাকার মহিলাদের। তবে এবার দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে যৌন হেনস্থা করার চেষ্টা করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। অবশেষে মহিলারা একত্রিত হয়ে তাকে গণধোলাই দেন এদিন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ, তাকে আটক করে নিয়ে যায় থানায়। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *