নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব এবং তাঁর পরিবারের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নিয়েছে। জমির জন্য চাকরির মামলায় লালু যাদবের পরিবারের ৬ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে ইডি।
সোমবার দেওয়া তথ্যে সূত্রে জানা গেছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লালু পরিবারের ছয় কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ইডি এই সম্পত্তিগুলি সংযুক্ত করার জন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ) এর অধীনে একটি অস্থায়ী আদেশ জারি করেছে।
তথ্য অনুযায়ী, পাটনায় অবস্থিত বিহতা, মহুয়াবাগ এবং দানাপুরে আরজেডি প্রধান লালু প্রসাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। উল্লেখ্য, লালু প্রসাদ ছাড়াও তাঁর স্ত্রী রাবড়ি দেবী, বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ইতিমধ্যেই এই মামলায় তদন্তের মুখোমুখি হয়েছেন।