কমলপুর(ধলাই), ৩১ জুলাই(হি. স.) : গৃহ শিক্ষকের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। তার থেকেও উদ্বেগের বিষয় হল, থানায় অভিযোগ জানানোর চার মাস পরও ওই নাবালিকার কোন খোঁজ পাওয়া যায়নি। তাই, চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে নাবালিকার অভিভাবকের।
সোমবার অপহৃত নাবালিকা পাপিয়া দেব(১৬)-র বাবা হিমাংশু দেব এবং মা পারুল রাণী দেব কমলপুর প্রেস ক্লাবে গিয়ে মেয়েকে উদ্ধারে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। তাঁদের একমাত্র কন্যা সন্তান পাপিয়া দশম শ্রেণীর ছাত্রী। তাকে দ্বিতীয় শ্রেণী থেকে গৃহ শিক্ষক হিসাবে পড়াচ্ছেন পূর্ব লাম্বুছড়ার বাসিন্দা প্রয়াত পরেশ দেবের ছেলে পঙ্কজ দেব। ফলে পঙ্কজের উপর অগাধ আস্থা ও বিশ্বাস ছিল হিমাংশু ও পারুলের। এই সুযোগেই সম্ভবত পাপিয়াকে ভালবাসার জালে ফেলেছেন পঙ্কজ। গত ১০ মার্চ ওই নাবালিকার মা পারুল রাণী দেব বাড়িতে ছিলেন না। তার বাবা হিমাংশু দেব কাজে বেরিয়েছিলেন। এই সুযোগে পাপিয়াকে নিয়ে চম্পট দিয়েছেন পঙ্কজ। স্থানীয়দের কাছ থেকে পঙ্কজ ও পাপিয়ার পালানোর বিষয়টি জানতে পেরে ১০ ও ১১ মার্চ সম্ভাব্য সকল জায়গায় মেয়ের খোঁজখবর করেন হিমাংশু ও পারুল। কিন্তু মেয়ের সন্ধান না পেয়ে ১২ মার্চ কমলপুর থানায় পঙ্কজের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন পারুল। কিন্তু এরপর চার মাস অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু পাপিয়ার কোন সন্ধান দিতে পারেনি কমলপুর থানা। এখন মাধ্যমিক পরীক্ষায় মেয়ের ভবিষ্যত গঠনের চেয়েও মেয়েকে সুস্থ অবস্থায় ফেরত পাবেন কি না সেটা নিয়েই বড় দুশ্চিন্তায় রয়েছেন পাপিয়ার বাবা-মা।