আগরতলা, ২৭ জুলাই (হি.স.) : সৌরশক্তি উৎপাদনে বিশেষ জোর দিচ্ছে ত্রিপুরা সরকার। মাত্র পাঁচ বছরে ত্রিপুরা সরকার অফগ্রিড এবং অনগ্রিড মিলে মোট ১২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছে। যা পূর্বতন সরকারের আমল থেকে দ্বিগুণ সৌর বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। আজ ত্রিপুরা এনার্জি ভিশন ২০৩০ রোডম্যাপ অনুষ্ঠানে জোর গলায় একথা বলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
এদিন রতন লাল নাথ বলেন, বিদ্যুৎ পরিকাঠামো ও একাধিক উন্নয়নের লক্ষ্যেই বর্তমান সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ২০৩০ সালে ত্রিপুরায় কতটুকু বিদ্যুতের প্রয়োজন আছে সেই নিয়েই বৈঠকের আয়োজন করা হয়েছে।
তাঁর কথায়, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদি তিনটি স্তরে ভাগ করে এই রোডম্যাপ নির্ধারিত হয়েছে। জার্মান উন্নয়ন সংস্থাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত আগামী দিনে বিদ্যুৎ নিয়ে কী কী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে তার রোডম্যাপ তৈরী করা হয়েছে।
এদিন তিনি জোর গলায় বলেন, পূর্বতন সরকারের আমলে ত্রিপুরায় মাত্র ৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব ছিল। কিন্তু রাজ্যে বর্তমান সরকার ছয় বছরে অফগ্রিড এবং অনগ্রিড মিলে মোট ১২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছে। যা পূর্বতন সরকারের আমল থেকে দ্বিগুণ সৌর বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।
তাঁর দাবি, ২০২৫ সালের মধ্যে ত্রিপুরায় ১৩৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে ৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা নিয়েছে সরকার বলে দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।
এদিন শ্রী নাথ আশা ব্যক্ত করেন, এই রোডম্যাপ অনুযায়ী কাজ সম্পন্ন করা গেলে আগামী দিনে ত্রিপুরায় বিদ্যুৎক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন সম্ভব হবে।