নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): প্রয়াত হয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রবীণ প্রচারক মদন দাস দেবী। বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সঙ্ঘের প্রবীণ প্রচারক মদন দাস দেবীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন মদন দাস দেবী। ভারাক্রান্ত মনে প্রধানমন্ত্রী জানান, মদন দাস দেবীর কাছ থেকে অনেক কিছু তিনি শিখেছেন।
সোমবার সকালে বেঙ্গালুরুতে প্রয়াত হয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-র প্রবীণ প্রচারক মদন দাস দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। এক টুইটে আরএসএস জানিয়েছে, “প্রবীণ আরএসএস প্রচারক মদন দাস দেবী (৮১ বছর) সোমবার সকাল ৫টায় বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগরের ন্যাশনাল হেলথ হাসপাতালে প্রয়াত হয়েছেন।” মদন দাস দেবী আরএসএস-এর সহ সরকার্যবাহ ছিলেন। তিনি আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) বড়সড় দায়িত্ব পালন করেছিলেন।