বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই রাজস্থানে ন্যূনতম আয়ের বিল আনা হয়েছে : মায়াবতী

লখনউ, ২৩ জুলাই (হি.স.): রাজস্থানের অশোক গেহলট সরকারকে তীব্র আক্রমণ করেছেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। রবিবার কটাক্ষ করে মায়াবতী বলেছেন, রাজস্থান সরকার দ্বারা পাস হওয়া ন্যূনতম গ্যারান্টিযুক্ত আয় বিল বিধানসভা নির্বাচনের আগে নিজস্ব “রাজনৈতিক স্বার্থে” আনা হয়েছে।

গত শুক্রবার রাজস্থানের জন্য একটি কল্যাণ প্যাকেজের অংশ হিসাবে সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকদের ন্যূনতম গ্যারান্টিযুক্ত আয় প্রদানের জন্য একটি বিল পাস করেছে রাজস্থান বিধানসভা। এই বিলের সমালোচনা করে রবিবার মায়াবতী বলেছেন, “গেহলট সরকার গোটা মেয়াদ জুড়ে ”কুম্ভকর্ণ”-এর মতো ঘুমিয়েছিল এবং অভ্যন্তরীণ রাজনৈতিক উত্থান-পতনে জড়িয়ে পড়েছিল, অন্যথায় জনকল্যাণ, দারিদ্র্য, বেকারত্ব, পশ্চাদপদতা সম্পর্কিত অনেক কাজ সরকার জনস্বার্থে আরও আগে শুরু করতে পারত।” মায়াবতী জোর দিয়ে বলেন, বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই রাজস্থানে ন্যূনতম আয়ের বিল আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *