BRAKING NEWS

চড়িলামে জল জীবন মিশন প্রকল্পে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ বন্ধ করে দিল পাম্প হাউজের কাজ৷ এবার জলের টাকায় থাবা  বসালো শাসক দলের মেম্বার এবং বুথ সভাপতি৷ ঘরে ঘরে পৌছাতে দিল না পানীয় জল৷ আটকে দিল প্রধানমন্ত্রীর জল জীবন মিশন প্রকল্পের কাজ৷ করতে দিল না পাম্প হাউস থেকে শুরু করে পাইপ লাইনের কাজও৷ কাজ করতে হলে  নেতাদের কমিশন বাবদ দিতে হবে মোটা অংকের টাকা৷ এমনই অভিযোগ চড়িলামের কয়েকজন বিজেপির সংশ্লিষ্ট বিধানসভার আড়ালিয়া পঞ্চায়েতের  দুলাল মিয়া এবং অপরজন বুথ সভাপতি আবু মিয়া৷ ঠিকেদার আশিস দেবনাথ এবং নির্মাণ  শ্রমিক সোহেল রানা কাজের গোড়ায় জলের পাইপ বসাতে গেলেই বাঁধা অভিযুক্তদের৷ তারা  লক্ষ টাকা দাবি করছে বলে অভিযোগ৷ নেতারা হুমকি স্বরূপ জানিয়ে দেয় ৫০ হাজারের একটা বান্ডিল না দিয়ে কাজে হাত লাগানো যাবে না৷ বন্ধ করে দেওয়া হয়েছে পাম্প হাউজের দালানবাড়ির নির্মানের কাজ৷ বিষয়টি গড়িয়েছে মণ্ডল পর্যন্ত৷ দলীয় নেতাদের কথা শুনে মুখে কুলুপ এঁটে রয়েছে স্থানীয়রা সহ নির্মাণ শ্রমিকরা৷ তাহলে কি সরকারের উন্নয়নমূলক কাজেও এলাকার চুনোপুটি নেতাদের বাধা! এলাকার অনেকেই বলতে শোনা গেছে এই বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসলে এলাকার উন্নয়ন সম্ভব হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *