নগাঁও (অসম), ২১ জুলাই (হি.স.) : বিপুল পরিমাণ মাদকসহ তিন পাচারকারীকে আটক করেছে নগাঁও থানা পুলিশ। চোরাকারবারিদের নাম ডাবকা নিজামুদ্দিন, ধিং-এর সাদ্দাম হুসেন এবং মরিগাঁওয়ের সানু শেখ।
শুক্রবার পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সদর দফতরের (নগাঁও) নেতৃত্বে নগাঁও পুলিশের একটি দল বিপুল পরিমাণ মাদকসহ তিন পাচারকারীকে আটক করেছে।
গ্রেফতারকৃত চোরাকারবারিদের কাছ থেকে ৮০০ গ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধারকৃত ওষুধ ৬০টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা হয়েছিল।
বাজেয়াপ্ত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। এনডিপিএস আইনের অধীনে এফআইআর নথিভুক্ত করে পুলিশ এই বিষয়ে গ্রেফতার করা তিন দুষ্ট চোরাচালানকারীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে।