টিসিএ-র সভাপতির পদ থেকে তপন লোধ ডিসকোয়ালিফাই : এপেক্স কাউন্সিলের সিদ্ধান্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডিসকোয়ালিফাই হয়েছেন। এপেক্স কাউন্সিলের বৈঠকে টিসিএর সংবিধান মেনে সভাপতি পদ থেকে তপন লোধ কে নিলম্বিত করা হয়েছে। বিষয়টা পুরোপুরি টিসিএ-র সংবিধানের নির্দিষ্ট ধারা মেনেই সভাপতি পদ থেকে ওনাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। একাধারে শ্রীলোধ আগরতলা পুর নিগমের কর্পোরেটর, অপরদিকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। ‌ রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী এই ধরনের দুটো পদে একই ব্যক্তি আসীন থাকতে পারেন না। যুক্তিসংগত কারণেই ১৯ জুলাই বেলা ১১ টায় এপেক্স কাউন্সিলকে এক জরুরি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। প্রাক্তন ক্রিকেটার কর্তৃক রেজিস্ট্রার অফ সোসাইটিস-এর উদ্দেশ্যে প্রেরিত চিঠির রেফারেন্সে সোসাইটি রেজিস্ট্রার অফিস টিসিএ-কে বিষয়টি দেখার জন্য চিঠি পাঠিয়েছিল। তারই ভিত্তিতে এপেক্স কাউন্সিল পুঙ্খানুপুঙ্খ দেখে সভাপতিকে ডিসকোয়ালিফাই ঘোষণা দিতে বাধ্য হয়েছেন। আগামী ৪৫ দিনের মধ্যে তথা পুনঃনির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সহ-সভাপতি স্বাভাবিক কারণে সভাপতির দায়িত্ব পালন করবেন বলে এপেক্স কাউন্সিল সিদ্ধান্তে উপনীত হয়েছে। আজ, বৃহস্পতিবার বিকেলে আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক তাপস ঘোষ এপেক্স কাউন্সিলের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সমূহ বিস্তারিত জানান। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি তিমির চন্দ, কোষাধ্যক্ষ জয়লাল দাস, এপেক্স কাউন্সিলর শুভম রায়, দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট শংকর লোধ প্রমূখ উপস্থিত ছিলেন। সামগ্রিক কারণে টিসিএ-তে এখন টালমাটাল অবস্থা। সভাপতির এই নিলম্বিত হওয়ার বিষয়টা একদিকে যেমন বেশ কয়েকজন গভর্নিং বডির মেম্বার স্বাভাবিকভাবে নিতে পারছেন না। তাঁরা আবার সংঘবদ্ধ অবস্থায় বিশেষ সাধারণ বৈঠক ডেকে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান কমিটির বিরুদ্ধে বিস্তর অভিযোগ দায়ের করে অবিলম্বে নতুনভাবে নির্বাচন ডেকে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছেন। এমনকি সহ-সম্পাদক জয়ন্ত দে সহ বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে তপন লোধ আজ দুপুরে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তাদের বিশেষ সাধারণ বৈঠকের সিদ্ধান্ত সমূহ উপস্থাপন করেন। সামগ্রিক বিষয়টা যতটুকুই জটিল থেকে জটিলতর হোক না কেন পুরো বিষয়টাই চলবে সংবিধান মেনে এবং সাংবিধানিক পরিকাঠামো অনুযায়ী। ‌ রাজ্য ক্রিকেটের উন্নতির স্বার্থে টিসিএ-তে এ ধরনের দলাদলি সরিয়ে রেখে সুষ্ঠুভাবে তার পরিচালনার মাধ্যমে ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থে এগিয়ে নিয়ে যাওয়াটাই কাম্য বলে প্রত্যেক ক্রিকেট মহল প্রত্যাশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *