আহমেদাবাদ, ২০ জুলাই (হি.স.): আহমেদাবাদের ইস্কন ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পুলিশ কর্মী-সহ ৯ জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১০-১১ জন। বুধবার মধ্যরাতে সারখেজ-গান্ধীনগর হাইওয়ের ওপর ইস্কন সেতুতে দু’টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, সেখানে উপস্থিত ছিলেন কিছু মানুষ। কর্তব্যরত পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন। সেই সময় ঘন্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে একটি গাড়ি ওই ভিড়ের মধ্যে ধাক্কা মারে। আর তাতেই ৯ জন প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে দুই পুলিশ কর্মীরাও রয়েছেন।
ডিসিপি ট্র্যাফিক (পশ্চিম নীতা দেশাই বলেছেন, “বুধবার রাতে একটি জাগুয়ার গাড়ির ধাক্কায় ৯ জনের মৃত্যু হয়েছে ও ১০-১১ জন আহত হয়েছেন। চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা তাকে গ্রেফতার করব।” সোলা সিভিল হাসপাতালের মেডিকেল অফিসার কৃপা প্যাটেল বলেছেন, ১২ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তাঁদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই পুলিশ কর্মীও রয়েছেন।”