মহিলা ফুটবল :‌ অনিতার জোড়া গোল ইকফাইকে হারিয়ে প্রথম জয় চলমানের

চলমান-‌৪                                                                                    ইকফাই-‌০

(‌অনিতা-‌২, পুনমদীতা, তানিয়া)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই।।অবশেষে ধরা দিলো জয়। আসরে নিজেদের চতুর্থ ম্যাচে। মঙ্গলবার মুখোমুখি হয়েছিলো আসরের দুই দুর্বল প্রতিপক্ষ। দুদলেই ছিলো একঝঁাক নতুন মুখ। ফলে খেলার মান কখনও উচু পর্যায়ে গিয়ে পৌঁছতে পারেনি। উমাকান্ত মিনি স্টেডিযামে অনুষ্ঠিত ম্যাচে সুজন সরকারের দল চলমান সঙ্ঘ ৪-‌০ গোলে পরাজিত করে ইকফাই-‌কে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত মহিলা ফুটবল লিগে। ‌ম্যাচের বেশীরভাগ সময়ই বড় গড়ায় মাঝমাঠে। বিক্ষিপ্ত কয়েকটি আক্রমণ ছাড়া ইকফাই এর বালিকা ফুটবলাররা ৯০ মিনিটের ম্যাচে তেমন কিছু করতে পারেনি। আর       তঁাদের ওই আক্রমণ চলমানের রক্ষণভাগে তেমন চিড় ধরাতে পারেনি। ফলে জাল নাড়াতে ব্যর্থ হয় ইকফাই এর ফুটবলাররা। অপরদিকে কাউন্টার অ্যাটাকের উপর নির্ভর করে সারা ম্যাচে ৬ বার গোলমুখি আক্রমণে যায় চলমান সঙ্ঘ। আর ওই ৬ বারের মধ্যে ৪ বার বিপক্ষের জাল নাড়াতে সমর্থ হয়েছে। তবে প্রায় ৩১ মিনিট  চলমানকে আটকে রেখেছিলো ইকফাই। এরপরই রক্ষণভাগে চিড় ধরে। আর ওই সুযোগে ৪ গোল করে নিজেদের প্রথম জয় আদায় করে নেয় চলমান। ৩২ মিনিটে অনিতা সরকারের গোলে এগিয়ে যায় চলমান। এরপর ৩৬ মিনিটে পুনমদীতা দেবনাথ, ৪২ মিনিটে অনিতা সরকার এবং প্রথমার্ধের শেষ মিনিটে তানিয়া দাস গোল করেন। দ্বিতীয়ার্ধে প্রায় সারাক্ষণই রক্ষণাত্তক ফুটবল খেলে চলমানের আক্রমণ রুখে দেন ইকফাই এর ফুটবলাররা। রেফারি পল্লব চক্রবর্তী হলুদ কার্ড দেখামন বিজয়ী দলের সোনালি মালাকার-‌কে। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের অনিতা সরকার। ইকফাই এখনও জয়ের মুখ দেখেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *