শিলং, ১৮ জুলাই (হি.স.) : শিলঙে পুলিশের অভিযানে ১৫ জন যৌনকর্মী গ্রেফতার হয়েছে। গত রবি এবং সোমবার রাতে খিনডাইলাড (পুলিশবাজার)-এ অভিযান চালিয়েছিল পূর্ব খাসিপাহাড় জেলা পুলিশ।
পূর্ব খাসিপাহাড় জেলার পুলিশ সুপার সিলভেস্টার নংটিঙ্গার জানিয়েছেন, পুলিশবাজার এলাকায় কতিপয় মেয়ে গ্রাহক ধরতে তাদের (গ্রাহক) উত্ত্যক্ত করে। এ ধরনের কয়েকটি অভিযোগ পেয়ে গত রবি এবং সোমবার সন্ধ্যারাতে মহিলা পুলিশ কমান্ডো ‘মেঘাশক্তি’ বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশের দল এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন যৌনকর্মীকে আটক করে থনায় নিয়ে যায়। গ্রেফতারকৃত ১৫ জনের বিরুদ্ধে ‘ইমমরাল ট্র্যাফিকিং প্রিভেনশন অ্যাক্ট’-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, জানিয়েছেন পুলিশ সুপার।
পুলিশ আধিকারিক আরও জানান, সোমবার সন্ধ্যায় মটফ্রান, পুলিশবাজার, মাউবলি, নংরিম হিলস, লাইটুমখ্রা বাজার, মাওলংঘাট, উরকালিয়ার, আপার শিলং, পলো, মাওবাহ, ঝালুপাড়া ও আপার মাওপ্রেম সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১১২ লিটার আইএমএফএল ও ৭৪০ লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

