উত্তর জেলায় শিল্প ও প্রযুক্তি নিয়ে মন্ত্রীর পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ উত্তর জেলা শাসকের কনফারেন্স হলে শিল্প এবং প্রযুক্তি নিয়ে দীর্ঘ রিভিউ মিটিং করলেন মন্ত্রী সান্তনা চাকমা৷ সোমবার উত্তর জেলা সদর ধর্মনগরে জেলা শাসকের কনফারেন্স হলে শিল্প বিভাগ নিয়ে উত্তর জেলার উন্নয়ন কেমন করে আরও তরান্নিত করা যায় তা নিয়ে সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১ টা পর্যন্ত দীর্ঘ রিভিউ মিটিং করলেন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা৷ সান্তনা চাকমার সাথে আসেন ত্রিপুরা ইন্ডাস্ট্রির চেয়ারম্যান নবোদুল বণিক, উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা শাসক ডক্টর নাগেশ কুমার বি, ধর্মনগরের মহকুমা শাসক এইচ বি কে, যুবরাজ নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস৷ এই বৈঠকে সভাপতিত্ব করেন উত্তর জেলার পরিষদের সভাধিপতি ভবতোষ দাস৷ দীর্ঘ আলোচনার পর মন্ত্রী সান্তনা চাকমা সাংবাদিকদের সাথে মিলিত হন এবং জানান রাজ্যের পাশাপাশি উত্তর জেলাকে কেমন করে শিল্পে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে এই আলোচনা৷ তিনি আরো জানান ত্রিপুরা ছোট রাজ্য সরকারের একান্ত ঐচ্ছিক প্রয়াসে শিল্পের দিকে এগিয়ে যাওয়ার পথে অগ্রসর হচ্ছে৷ রাজ্যের পাশাপাশি উত্তর জেলার প্রতি ও রাজ্য সরকারের নজর রয়েছে তাই এখানে কেমন করে শিল্পের উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সাধন করা যায় তা নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *