নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ ব্যাঙ্কে আবেদনের তথ্য কিভাবে জেনে গেল সাইবার প্রতারকরা ? অপরিচিত ফোন রিসিভ করে ২৩৪৬০ টাকা খোয়ালো যুবক৷ ক্রেডিট কার্ডের লিমিট বাড়ানোর জন্য দরখাস্ত জমা দিয়েছিল বিশ্রামগঞ্জ বাজারের এক মোবাইল ব্যবসায়ী যুবক গৌতম দত্ত৷ পিতার নাম মৃত দুলাল দত্ত৷ দরখাস্ত অনলাইনে জমা দিয়েছিল ১৩ ই জুলাই৷ দরখাস্ত জমা দেওয়ার পর ৬২৯৭৫০৬২২৭ এই অপরিচিত নাম্বার থেকে ফোন করে গৌতম দত্তকে বলা হয় যে ব্যাংক থেকে ফোন করা হচ্ছে৷ আপনি আপনার আধার কার্ড এবং প্যান কার্ড ডাউনলোড করুন এবং আধার কার্ড এবং প্যান কার্ডের নম্বর দিন৷ আধার কার্ড এবং প্যান কার্ডের নম্বর দেওয়া সঙ্গে সঙ্গে গৌতমের ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ২০হাজার ৪৬০ টাকা৷ সঙ্গে সঙ্গে মেসেজ চলে আসে তার মোবাইলে৷ সে যথারীতি বিশ্রামগঞ্জ বাজারস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে গিয়ে বিষয়টি খুলে বলে এবং তাদেরকে জানায়৷ ব্যাংক গৌতম দত্ত৯কে বলেছে থানায় জিডি এন্িন্ট করার জন্য৷ ১ জুলাই সোমবার দিন দুপুর বেলা গৌতম দত্ত বিশ্রামগঞ্জ থানা এসে জিডি এন্িন্ট করেছেন এবং জিডি এন্ট্রির কাগজ বিশ্রামগঞ্জ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে জমা দিয়েছেন৷ গৌতম দত্ত বার্তা দিয়েছেন কেউ যেন অপরিচিত ফোন নম্বর রিসিভ না করে এবং আধার নম্বর এবং প্যান নম্বর অপরিচিত কোন ব্যক্তিকে না শেয়ার করে৷ এ সমস্ত নম্বর অপরিচিত ফোন নম্বরের শেয়ার করলে ব্যাংকে জমানো সারা জীবনের কষ্টার্জিত টাকা-পয়সা সমস্ত কিছু লুট করে নেবে প্রতারকরা৷ প্রতিদিন প্রতিমুহূর্তে গোটা রাজ্যে এমনভাবে প্রতারিত হচ্ছেন মানুষ যেটাকে কম্পিউটারের ভাষায় বলা হয় সাইবার ক্রাইম৷ পুলিশ প্রতিনিয়ত প্রয়াস কর্মসূচির মাধ্যমে ছাত্র-ছাত্রী থেকে নাগরিক প্রত্যেককে সাইবার ক্রাইমের বিপদ সম্পর্কে সচেতন করার পরও সাইবার অপরাধীরা যথেষ্ট সক্রিয় এখনো রাজ্যে৷
2023-07-17