নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ জুলাই৷৷ ১নং গৌতমনগর এলাকায় কিছুদিন পুর্বে অস্বাভাবিক ভাবে মৃত্যু হয় বিশালগড় মন্ডলের সদস্যা রুপা সাহার৷ রূপা সাহার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল৷ রবিবার দুপুরে ১ নং গৌতমনগর এলাকায় রুপার বাসভবনে রুপার আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত হয় যজ্ঞানুষ্ঠান৷ যজ্ঞানুষ্ঠান শেষে আনন্দ আশ্রম এর প্রবীণ আবাসিক বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেন রুপা সাহার আত্মীয় পরিজনের৷ অনেক পুরানো নামকরা এই আনন্দ আশ্রমটি পরিচালনা করেন নব প্রান্তিক আশ্রম৷ রুপার মৃত্যুর পর রুপাকে শাঁখা সিঁদুর পরিয়ে বিয়ে করেন রুপার প্রেমিক মন সরকার৷যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক ভাইরাল হয়েছিল৷ রুপার মৃত্যু কে কোনভাবেই মেনে নিতে পারছে না মন সহ রুপার আত্মীয় স্বজনরা৷তাই রুপার আত্মার শান্তি কামনায় গোশালা আশ্রমের মহারাজ এনে যজ্ঞানুষ্ঠান করা হয়৷ যজ্ঞানুষ্ঠান শেষে এলাকাবাসী সহ আত্মীয় স্বজন দের মধ্যে প্রসাদের আয়োজন করেছেন মন সরকার৷রুপা অনাথ শিশুদের খুব ভালোবাসত৷প্রায় নিজের জন্মদিন অথবা মায়ের বাৎসরিক কাজের দিনে অনাথ আশ্রমের শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করতো৷ রবিবার মন সরকার অনাথ আশ্রমের শিশুদের আনতে না পেরে বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের আহারের ব্যবস্থা করে তাদের মধ্যে নতুন বস্ত্র উপহার দেন৷ বৃদ্ধাশ্রমের আবাসিকরা নতুন বস্ত্র পেয়ে বেজায় খুশি৷ আবাসিকদের মুখে হাসি৷
2023-07-16