‌মহিলা ফুটবল:‌ কাজল্তি-‌র হ্যাটট্রিক জয় অব্যাহত কিল্লা মর্ণিং ক্লাবের

কিল্লা মর্ণিং-‌৫                                                                                      চলমান-‌০

(‌কাজল্তি-‌ হ্যাটট্রিক, প্রীয়া, সুমিতা)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই।।পরাজয় পিছু ছাড়ছে না চলমান সঙ্ঘের। ক্রমাগত পরাজয়ে বিধ্বস্ত চলমান শিবির। শনিবার কিল্লা মর্ণিং ক্লাবের কাছে নাস্তানুবাদ হলো সুজন সরকারের দল। ফলাফল ৫-‌০। ম্যাচে হ্যাটট্রিক করেন বিজয়ী দলের কাজল্তি রিয়াং। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত মহিলা ফুটবল লিগে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে শনিবার সকালে ম্যাচের শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলতে থাকে কিল্লা-‌র ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলেম কাজল্তি-‌রা। নবাগত চলমানের ফুটবলাররা শুরুতে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও সময় যত গড়িয়েছে ততই ম্যাচ থেকে হারিয়ে বসে চলমানের ফুটবলাররা। ওই সুযোগের পুরো ফায়দা তুলে বড় ব্যবধানে জয় তুলে লিগে টেবিলের শীর্ষে চলে যায় কিল্লা মর্ণিং ক্লাব। প্রথম গোল পেতে‌ ১৯ মিনিট অপেক্ষা করতে হয় কিল্লা মর্ণিং ক্লাবের ফুটবলারদের। ওই সময় কাউন্টার অ্যাটাকে গিয়ে কিল্লা-‌কে এগিয়ে দেন প্রীয়া জমাতিয়া। গোল পেতেই দ্বিগুন উৎসাহে আক্রমণের গতি বাড়ান কিল্লার ফুটবলাররা। আর এতেই চলমান কোচের যাবতীয় ছক ধুলোয় মিশে যায়। ৩৫ ও ৪০ মিনিটে পর পর দুটি গোল করে প্রথমার্ধে কিল্লা মর্মিংকে ৩-‌০ গোলে এগিয়ে দেন কাজল্তি রিয়াং। বিরতির ৫ মিনিট পর ব্যবধান বাড়ান সুমিতা জমাতিয়া। ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে দলের পক্ষে পঞ্চম এবং নিজের হ্যাটট্রিক পূরণ করেন কাজল্তি রিয়াং। তবে আরও বড় ব্যবধানে এদিন জয় পেতে পারতো কিল্লা মর্ণিং ক্লাব। যদি না দলের আক্রমণভাগের ফুটবলাররা হেলায় সহজ সুযোগ নষ্ট না করতেন। খেলা পরিচালনা করেন অসীম বৈদ্য। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন কিল্লা মর্ণিং ক্লাবের কাজল্তি রিয়াং।‌