সদর এস এম কাপ ফুটবলে বিদ্যাসাগর, সেন্ট পলস্, ডন বস্কো সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই।। পশ্চিম জেলা সুব্রত মুখার্জী কাপ ফুটবলে বালিকা বিভাগে বিদ্যাসাগর স্কুল দল চ্যাম্পিয়ন হয়েছে। বালক বিভাগে খেতাব পেয়েছে জিরানিয়ার ডন বস্কো স্কুল এবং সদরের সেন্ট পলস্ স্কুল। অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে সদরের বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ফাইনাল ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জিরানিয়ার খুম্পুই একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। বিজয়ী দলের পক্ষে নেহা দাস একাই দুটি গোল করে। খুম্পুই একাডেমীর পক্ষে জিনিয়া একমাত্র গোলটি পায়। বালকদের অনূর্ধ্ব-১৭ বছর বিভাগের ফাইনালে জিরানিয়ার ডন বসকো স্কুল ৩-২ গোলের ব্যবধানে মোহনপুরের সেন্ট আন্দ্রে স্কুলকে কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হলে পেনাল্টি শুট আউটে বন বস্কো স্কুল ৩-২ গোলে জয় ছিনিয়ে নেয়। বালকদের অনূর্ধ্ব-১৪ বছর বিভাগে সদরের সেন্ট পলস্ স্কুল ৩-০ গোলের ব্যবধানে মোহনপুরের সাইনদ ফাউন্ডেশন স্কুল কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উপ-অধিকতা প্রবাল কান্তি দেব, কর্পোরেটর অলক রায়, এ.ডি নগর দ্বাদশ শ্রেণি স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতি সীমা সরকার, ক্রীড়া ব্যক্তিত্ব সঞ্জয় সাহা প্রমূখ উপস্থিত ছিলেন। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা দিবাকর দেবনাথ পৌরহিত্য করেন। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত এই এস.এম কাপ ফুটবল টুর্নামেন্টে সংশ্লিষ্ট সকলকে বোর্ডের যুগ্ম সচিব অপু রায় ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *