অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তিত হলে শাড়ি পরবেন, পাঁচ বছর খাবেন না মাংস, কাটবেন দাড়ি, অঙ্গীকার বদরউদ্দিনের

– রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার মতো আমরাও চাই অসমে অবিলম্বে বহুবিবাহ নিষিদ্ধ হোক : আজমল

ধুবড়ি (অসম), ১৩ জুলাই (হি.স.) : অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড সংক্ষেপে ইউসিসি) প্রবর্তিত হলে শাড়ি পরবেন, পাঁচ বছর খাবেন না মাংস, অঙ্গীকার করেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর সভাপতি তথা সাংসদ বদরউদ্দিন আজমল।

আজ বৃহস্পতিবার ধুবড়িতে এক সমাবেশে আজমল কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত আইন মেনে চলার প্রয়োজনীয়তার ব্যাপারে কিঞ্চিৎ সহমত প্রকাশ করলেও তিনি এর বিরুদ্ধে ঘোর আপত্তি তুলেছেন। এআইইউডিএফ নেতা বদরউদ্দিন বলেন, অভিন্ন দেওয়ানি বিধি সংসদে পাস করতে মোদী সরকার কোমর বেঁধে নেমেছে। তিনি এই প্রচেষ্টার সমালোচনা করেছেন। বিতর্কিত মন্তব্য করে আজমল বলেন, যদি ইউসিসি বাস্তবায়িত হয়, তা-হলে তিনি শাড়ি পরবেন এবং নির্দিষ্ট জীবনশৈলির পরিবর্তন করবেন। তাঁর এই অবস্থানে সবাই সহমত পোষন করেন কিনা এবং সকলে তাঁর মতো শাড়ি পরবেন কিনা জানতে চান।

উপস্থিতি সবাইকে উজ্জীবিত করে তিনি বলেন, ‘ইনিফর্ম সিভিল কোড কার্যকর হলে আমরা সবাই শাড়ি পরব। আমরা মাঝে মাঝে দাড়ি রাখব, অন্য সময় নয়। সরকার কি তা মেনে নেবে? আমরা পাঁচ বছরের জন্য দাড়ি বাড়াব, পাঁচ বছরের জন্য মাংস খাওয়া বন্ধ করে আরও পাঁচ বছর নিরামিষ খাব। আপনারা আমার এই আহ্বানে সাড়া দিয়ে কাজ শুরু করে দিন।’

এর পরই তিনি ইউসিসি সম্পর্কে এর পক্ষে ও বিপক্ষে তাঁর মতো করে ব্যাখ্যা করেন। তবে ইউসিসি-র সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বিষয় আইন কমিশন ও সংসদীয় কমিটি খতিয়ে দেখছে বলেও জানান আজমল। তিনি বলেন, অসম সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ‘আমরা ইউসিসির সমর্থন করি।’ তাঁর বক্তব্য, ইউসিসি-র সিদ্ধান্ত মুলতুবি রেখে আমরাও বহুবিবাহ সম্পর্কে গলদ কোথায় তা বের করতে চাই। আমরা অসমে অবিলম্বে বহুবিবাহ নিষিদ্ধ করতে চাই, যেমন চান রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।