বাজারিছড়া (অসম), ১৩ জুলাই (হি.স.) : মিজোরাম থেকে করিমগঞ্জ জেলায় পাচারের পথে বার্মিজ সুপারি বোঝাই একটি ট্ৰাক ধরা পড়েছে বাজারিছড়া থানাধীন নাগ্রা পেট্রোল পোস্ট পুলিশের হাতে। পুলিশ ট্রাক থেকে মোট ১০ বস্তায় প্রায় পাঁচ কুইন্টাল বার্মিজ সুপারি উদ্ধার করেছে।
জানা গেছে, বুধবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ মিজোরাম থেকে অসমের লোয়াইরপোয়া-কানমুন সড়ক দিয়ে আসছিল টিআর ০৫ এ ১৮৫৩ নম্বরের একটি মিনিট্রাক। আন্তঃরাজ্য সীমান্ত অতিক্রম করে অসমে প্রবেশ করে লোয়াইরপোয়া অভিমুখে আসার পথে ট্রাকটি দ্রুতগতিতে নাগ্রা পুলিশ পেট্রোল পোস্টের নাকা পয়েন্টে অতিক্রম চলে যায়। পুলিশও তাদের গাড়ি নিয়ে পলায়নরত ট্রাকের পিছু ধাওয়া করে ঝেরঝেরি এলাকায় গিয়ে ট্রাকটিকে আটক করে। তখন সুযোগ বুঝে সড়কের পাশে গাড়ি রেখে পালিয়ে যায় চালক।

